টসেই লেখা শিরোপাভাগ্য?
আজ দুবাইয়ে একটা কাজ করা যায়। এশিয়া কাপের ফাইনালে দুই অধিনায়ক দাসুন শানাকা ও বাবর আজম মাঠে নামবেন। গ্যালারির গর্জন ও চাপা উত্তেজনার মাঝে ম্যাচ রেফারিকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দুই অধিনায়ক টস করবেন। আর টসে যিনি জিতবেন, তিনিই রুপালি ট্রফিটা সঙ্গী করে ছুটবেন শিরোপা উৎসব করতে।…